উৎসে করের আওতায় ই-কমার্স

29th Aug, 2021

উৎসে করের আওতায় ই-কমার্স

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ই-কমার্স খাতকে উৎস করের আওতায় নিয়ে আসা

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে -কমার্স খাতকে উৎস করের আওতায় নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কি আকারে কিংবা কত শতাংশ কর ধার্য করা হবে তার উল্লেখ করা হয়নি। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে প্রস্তাব করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেন, দেশে -কমার্সের প্রসার ঘটাতে এবং -কমার্স খাতে নতুন উদ্যেক্তা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যেগে বাণিজ্য করবে, নিজের ব্যবসা গড়বো শিরোনামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় পাঁচ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রায় সাড়ে তিন হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তৃতায় -কমার্সকে উৎসাহিত করার কথা বললেও উৎসে করের সংজ্ঞায় -কমার্সকেও নিয়ে আসা হয়েছে। ফলে উৎসে করের আওতায় চলে আসছে -কমার্স। এতোদিন -কমার্স উৎসে করের আওতামুক্ত ছিল। তবে কি আকারে কিংবা কত হারে উৎসে করারোপ করা হবে তার উল্লেখ নেই প্রস্তাবিত বাজেটে।

দশমিক শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করে আগামী অর্থবছরের জন্য লাখ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট  জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। এতে ঘাটতি ধরা হয়েছে দশমিক শতাংশ।

Share This Article: