কৃষিজাত পণ্যের ভ্যাট অব্যাহতি

29th Aug, 2021

কৃষিজাত পণ্যের ভ্যাট অব্যাহতি

বাজেটে কৃষি উপকরণের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি

বাজেটে কৃষি উপকরণের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। ফলে কৃষি উপকরণ কেনার খরচ কমছে। জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এই প্রস্তাব করেন। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এবার বাজেটে কৃষকদের জন্য সুখবর রয়েছে। কৃষি উপকরণ উইডার (নিড়ানি), উইনোয়ার (ঝাড়াইকল) উৎপাদন ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করছি। তিনি বলেন, বাংলাদেশ এখনো কৃষিপ্রধান দেশ। কৃষি আমাদের অগ্রাধিকার খাত। কৃষি খাতের প্রধান উপকরণগুলো বিশেষ করে সার, বীজ, কীটনাশক আমদানিতে শূন্য শুল্কহার অব্যাহত রাখা হবে। দেশে নিত্যপ্রয়োজনীয় প্রধান প্রধান খাদ্যদ্রব্যের ওপর বিদ্যমান শূন্য শুল্কহার অপরিবর্তিত রাখা হয়েছে।

দেশীয় চাষিদের প্রতিরক্ষণে গাজর মাশরুম আমদানিতে শুল্কহার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, স্বল্পমূল্যে কৃষিজাত পণ্য উৎপাদন বাজারজাতকরণের জন্য কৃষি খাতের আধুনিকায়নের লক্ষ্যে বেশ কয়েকটি পণ্যের উৎপাদন ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হবে। থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, রোটারি টিলারের ওপর আমদানি পর্যায়ে আগাম কর অব্যাহতির কথাও জানান অর্থমন্ত্রী। এদিকে করোনাকে অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন-জীবিকা রক্ষায় প্রস্তাবিত বাজেটের আকার লাখ হাজার ৬৮১ কোটি টাকা। বাজেটে মোট আয় লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আর মোট অনুন্নয়ন ব্যয় লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

Share This Article: