ভ্যাট অব্যাহতি, কমবে স্যানিটারি ন্যাপকিনের দাম

29th Aug, 2021

ভ্যাট অব্যাহতি, কমবে স্যানিটারি ন্যাপকিনের দাম

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত লাখ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে এই প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্য সেবায় কর অব্যহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই বাজেট পাস হলে এসব পণ্য সেবার দাম কমতে পারে। কর অব্যহতির প্রস্তাব করা পণ্যের মধ্যে স্থানীয় পর্যায়ে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন রয়েছে। পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ডায়াপার উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে স্যানিটারি ন্যাপকিনের ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব করছি। প্রসঙ্গত, দেশে উৎপাদিত ৯০ টাকার এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট হিসেবে ১০ টাকা এবং টাকা অন্যান্য কর পায় সরকার। প্রস্তাবিত বাজেটে সেই অব্যাহতির কথা জানালেন অর্থমন্ত্রী।

Share This Article: